লায়ন্স ক্লাব অব কন্টাই দেশপ্রাণ এর উদ্যোগে মেগা রক্ত পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো আজ সকালে। লায়ন্স ক্লাব অব কন্টাই দেশপ্রাণ এবং মুম্বাইর থাইরোকেয়ার ল্যাবরেটরির যৌথ উদ্যোগে সল্প মূল্যে রক্ত পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো।
শিবিরে দূই শতাধিক মানুষের রক্ত পরীক্ষা হয়।শিবিরে উপস্থিত ছিলেন ক্লাব প্রেসিডেন্ট মনোজ কুমার কামিলা, ডাঃ সুকুমার পানিগ্রাহী, মমতাময়ী পানিগ্রাহী, মনি দীপা মাইতি, মানস রঞ্জন গির, সুপ্রকাশ মাইতি, রমেশ মন্ডল, রূপক গিরি, অভিজিৎ মাইতি প্রমূখ
Post Views: 16