Select Language

[gtranslate]
৩০শে পৌষ, ১৪৩১ মঙ্গলবার ( ১৪ই জানুয়ারি, ২০২৫ )

।। পূর্ব মেদিনীপুর জেলার ৩১টা বুথে পুনঃনির্বাচন ।।

পূর্ব মেদিনীপুর জেলায় ২৫টি ব্লকের মধ্যে সাতটি ব্লকের ৩১টি বুথে পুনঃনির্বাচনের জন্য নির্বাচন কমিশনের কাছে প্রস্তাব পাঠিয়েছে জেলা প্রশাসন। আগামীকাল ১০ই জুলাই এই বুথগুলোতে নির্বাচন হবে। প্রস্তাবিত ব্লকগুলো হল – ময়নায় চৌদ্দটি, দেশপ্রাণ ব্লকে দশটি, নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের দুটি, পাঁশকুড়া এক নম্বর ব্লকে একটি, শহীদ মাতঙ্গিনী ব্লকে একটি, খেজুরি ২ ব্লকে একটি এবং ভগবানপুর এক নম্বর ব্লকে দুটি বুথ রয়েছে।

Related News

Also Read