পূর্ব মেদিনীপুর জেলায় ২৫টি ব্লকের মধ্যে সাতটি ব্লকের ৩১টি বুথে পুনঃনির্বাচনের জন্য নির্বাচন কমিশনের কাছে প্রস্তাব পাঠিয়েছে জেলা প্রশাসন। আগামীকাল ১০ই জুলাই এই বুথগুলোতে নির্বাচন হবে। প্রস্তাবিত ব্লকগুলো হল – ময়নায় চৌদ্দটি, দেশপ্রাণ ব্লকে দশটি, নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের দুটি, পাঁশকুড়া এক নম্বর ব্লকে একটি, শহীদ মাতঙ্গিনী ব্লকে একটি, খেজুরি ২ ব্লকে একটি এবং ভগবানপুর এক নম্বর ব্লকে দুটি বুথ রয়েছে।
Post Views: 16