পূর্ব মেদিনীপুর জেলার উত্তর কাঁথি বিধানসভার ক দেবেন্দ্র অঞ্চল তৃণমূল কংগ্রেস ও শাখা সংগঠনের উদ্যোগে আর.জি.কর ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে ধান্দালীবাড় গঙ্গামেলা বাজারে অবস্থান বিক্ষোভে পদযাত্রায় হল।
উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলার আই এনটিটিইউসির সভাপতি বিকাশ চন্দ্র বেজ, কাঁথি ৩ ব্লক যুব তৃণমূলের সভাপতি গৌরিশঙ্কর মিশ্র, কাঁথি ৩ ব্লক আইএনটিটিইউসির সভাপতি অশোক কুমার জানা, কাঁথি ৩ ব্লক মহিলা তৃণমূলের সভানেত্রী সাবিত্রী মন্ডল কাঁথি ৩ ব্লক কৃষাণ মজুর খেত মজুর সভাপতি সুকমার দলাই, কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বিমল চন্দ্র শাসমল, কাঁথি ৩ পঃ সঃ বন ও ভূমি কর্মধ্যক্ষ কালীপদ দলাই, কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সদস্যা অপরাজিতা মাইত, সহ কাঁথি ৩ ব্লক ও দেবেন্দ্র অঞ্চলের সমস্ত নেতৃত্ববৃন্দ।

Post Views: 47





