শহরের জনবহুল এলাকায় শতাধিক লাশ ও পোঁতার পরিকল্পনাকে বানচাল করল স্থানীয় বাসিন্দারা। এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক জেলা শহরে ১৮ নম্বর ওয়ার্ডের রূপনারায়ণ নদীর তীরে। বৃহস্পতিবার রূপনারায়ণ নদীর তীরে তিনটি বড় বড় গর্ত খোঁড়া হয়। স্থানীয়রা জিজ্ঞেস করলে জানানো হয় বড়দিনের ছুটিতে পিকনিকের জন্য এই গর্ত খোঁড়া হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হওয়ায় নজরদারি শুরু করে। রাতে দেখা যায় অ্যাম্বুলেন্সে কয়েকটি লাশ আনা হয়েছে। স্থানীয় মানুষজন বাধা দেওয়ায় সেই লাশ ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। সূত্রের খবর আম্রলিপ্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালের প্রায় তিন বছরের জমে থাকা মৃতদেহ এই তিনটি গর্তে পুঁতার পরিকল্পনা করা হয়েছিল। এই ঘটনা প্রকাশ্যে আশায় হই চই পড়ে যায় এলাকায়।অভিযোগ এই জনবহুল এলাকায় মৃতদেহ গুলি পোঁতা হলে দূষণ ছড়াবে।
এছাড়াও অভিযোগ এই মৃত ব্যক্তিরা কোন না কোন সংক্রমণ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। সেই জীবাণু এলাকায় ছড়াতে পারে। সেই কারণে তারা এই লাশ পোঁতার কাজে বাধা দেয়। তাম্রলিপ্ত পৌরসভার বিরোধী দলনেত্রী তথা ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বলেন এই লাশগুলি না পুঁতে পুড়িয়ে ফেলতে পারতো। এছাড়াও হাসপাতাল চত্বরে বহু ফাঁকা জায়গা পড়ে আছে সেখানেও পোঁতা যেত। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। শুরু হয়েছে রাজনৈতিক তরজা।