কাঁথি পৌরসভা থেকে সারদার ফাইল চুরি মামলায় গ্রেফতার হল হরিপদ চক্রবর্তী ও ষষ্ঠী চক্রবর্তী। কাঁথি শহরে অধিকারীদের ঘনিষ্ঠ বলে পরিচিত হরিপদ চক্রবর্তী ও ষষ্ঠী চক্রবর্তী দুই ভাই । দুজনেই কাঁথি পৌরসভার কর্মচারী।সারদা ফাইল লোপাট মামলায় গ্রেপ্তার করলো কাঁথি থানার পুলিশ।