Select Language

[gtranslate]
২২শে কার্তিক, ১৪৩২ শুক্রবার ( ৭ই নভেম্বর, ২০২৫ )

।। যুব কংগ্রেসের “ইউথ জোড়ো, বুথ জোড়ো” কর্মসূচি ।।

পূর্ব মেদিনীপুর জেলা যুব কংগ্রেস কমিটির উদ্যোগে “ইউথ জোড়ো, বুথ জোড়ো” কর্মসূচির অঙ্গ হিসাবে প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হল।

সভায় বক্তব্য রাখেন সর্ব ভারতীয় যুব কংগ্রেস সম্পাদক তথা পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেসের পর্যবেক্ষক নাদিম প্যাটেল, পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি আজাহার মল্লিক, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের মুখপাত্র কৌস্তভ বাগচী , পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি ডঃ লক্ষ্মণ চন্দ্র শেঠ,পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেসের সভাপতি‌ মানস কর মহাপাত্র প্রমুখ।

পূর্ব মেদিনীপূর জেলার যুব কংগ্রেস সভাপতি সেখ মতিন জানিয়েছেন বক্তারা তাঁদের ভাষনে কেন্দ্রের বিজেপি সরকারের অত্যাচার ও রাজ্যের তৃনমূল সরকারের অপশাসনের কথা তুলে ধরেন।দেশ ও রাজ্যের মানুষদের উন্নয়নের প্রয়োজনে কংগ্রেসকে আরো শক্তিশালি করার আহ্বান জানান বক্তারা।

Related News

Also Read