Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩১ বৃহস্পতিবার ( ১৩ই মার্চ, ২০২৫ )

“চোর মুক্ত” হবে বাংলা নন্দীগ্রাম থেকে বার্তা শুভেন্দু অধিকারীর।

নন্দীগ্রামে ১০ নভেম্বরের মঞ্চ থেকে ফের রাজ্যের তৃনমূল সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমন করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।একই সাথে শুভেন্দু অধিকারী দাবি করলেন আগামী ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পর “চোর মুক্ত” হবে বাংলা।

রাজ্যে ক্ষমতাসীন বামেরা,সেই সময়ে ২০০৭ সালের ১০ নভেম্বরে
নন্দীগ্রামে রাজনৈতিক জমি ফিরে পাওয়ার আশায়  ‘সূর্যোদয়’ অভিযানের ডাক দিয়েছিল তত্‍কালীন শাসক দল সিপিএম । সে দিনের রক্তাক্ত অভিযানে প্রাণ গিয়েছিল জমি আন্দোলনের একঝাঁক নেতা-কর্মীর। তার পর থেকে প্রতিবছর মুলত তৃনমূলের উদ্যোগে ১০ নভেম্বর শহিদ দিবস পালন করে জমি রক্ষা কমিটি । শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে অবশ্য এই শহিদ দিবস অন্য মাত্রা পেয়েছে। গত দুবছর শহিদ দিবস পালন নিয়ে তৃণমূল-বিজেপির ঠান্ডা লড়াই দেখা গিয়েছে।যা এবারও বাদ গেলনা।

শুক্রবার করপল্লির শহিদ বেদিতে সকাল ৯টা নাগাদ প্রথমে সেখানে মাল্যদানে যান শুভেন্দু। ওই শহিদ বেদীতে দাঁড়িয়েই তিনি বলেন,’পঞ্চায়েত নির্বাচনে যেমন নন্দীগ্রামে চোরমুক্ত গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি গঠন হয়েছে। তেমনি একইভাবে চোর মুক্ত পশ্চিমবঙ্গ তৈরি হবে।’

Related News