Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩১ বৃহস্পতিবার ( ১৩ই মার্চ, ২০২৫ )

সাগরবাড় হাইস্কুলের সভাকক্ষে ইফতার মজলিসের আয়োজন করা হয়।

সাগরবাড় অঞ্চল সংখ্যালঘু কমিটির উদ্যোগে সাগরবাড় হাইস্কুলের সভাকক্ষে বুধবার বিকেলে ইফতার মজলিসের আয়োজন করা হয়।মুসলিম সম্প্রদায়ের পবিত্র রমজান মাস উপলক্ষে এই ইফতার পার্টির আয়োজন করা হয় বিভিন্ন জায়গায়।

এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি সানাউল্লা খাঁন,, পাঁশকুড়া ব্লক তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি মুফলেশুর দত্ত,জেলা পরিষদের সদস্য টুটুল মল্লিক,তৃণমূল নেতা সুধাংশু আদক,প্রনব ভট্টচার্য, হাবিবুল রহমন,ওসিয়ার রহমন সহ একধিক বিশিষ্টজনেরা।

Related News