Select Language

[gtranslate]
২৯শে কার্তিক, ১৪৩২ শুক্রবার ( ১৪ই নভেম্বর, ২০২৫ )

ফ্যাশনের জগতে GEFM TV নতুন পথ চলা শুরু হলো

ইন্দ্রজিৎ আইচ 

 

গ্ল্যামার জগতে ক্যারিয়ার তৈরি করতে গেলে ভালো জায়গায় ট্রেনিং নিতে হয়, এক ছাদের তলায় সেই সুযোগ নিয়ে এলো গ্লোবাল এলিট ফ্যাশন ম্যানেজমেন্ট এন্ড মিডিয়া বা( GEFM TV )। আজ থেকে পথ চলা শুরু হলো তাদের। মূলত ট্যালেন্ট আছে এমন যোগ্যদের এক প্ল্যাটফর্ম দিতে চলেছে এই সংস্থা যা ভিআইপি দক্ষিণদাঁড়িতে অবস্থিত। আজ ফিতে কেটে GEFM TV এর লোগো উন্মোচন করা হয়।

এদিনGEFM TV এর কর্ণধার এস. কে গুপ্তা জানালেন আমাদের এই সংস্থা আজ থেকে পথ চলা শুরু হলো।

যদিও আমাদের ইতি মধ্যে ২০০ জন ছাত্র ছাত্রী রয়েছে। আমাদের কোর্স ফ্রি ৪৫ হাজার টাকা থেকে দেড় লক্ষ টাকা। কোর্স তিন মাস থেকে এক বছর। এই GEFM TV র প্রধান গার্গী ঘোষ সাংবাদিক সম্মেলনে জানালেন মূলত আমরা ফ্যাশন ডিজাইন, ফ্যাশন আর্ট ইমেজ ও বিজনেস প্রোগাম শেখানো হয়।

এছাড়া নানান ফ্যাশন ইভেন্ট এর আয়োজন করা হয়। সব মিলিয়ে ফ্যাশন এডুকেশন, মিডিয়া ব্রডকাস্টিং এবং ট্যালেন্ট প্রমোশান সব মিলিয়ে জন্ম নিল GEFM TV । আজ এই সংস্থার সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন তাসনীম ফাখরি এবং দিক্ষা সাউ, দেবলীনা বিশ্বাস সহ অন্যান্যরা।

সব মিলিয়ে কম বয়সী ছেলে মেয়েদের ক্যারিয়ারের নতুন দিশা দেখাবে GEFM TV ।

Related News

Also Read