Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

পবিত্র মহরম উৎসবকে ঘিরে চূড়ান্ত প্রস্তুতি।

পবিত্র মহরম উৎসব কে ঘিরে চূড়ান্ত প্রস্তুতি চলছে। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মুসলিম শরাহ কমিটির সভাপতি আব্দুর রহমান (মনি)জানালেন এবার বিভিন্ন থিমে মহরম তৈরি হচ্ছে। তবে কেউ কোনো প্রকাশ্যে আনছে না থিমের কথা। আরো বলেন সম্প্রীতির বাতাবরণে পবিত্র মহরম উৎসব পালিত হবে। ১৫ জুলাই সোমবার উল্টোরথ এবং ফুল গামরা অনুষ্ঠিত হবে। ঐদিন ফুল গামরা বিকালেই মাঠে পৌঁছবে। তার কারণ যাতে রথ যাত্রার কোনো সমস্যা না হয় সেই দিকে লক্ষ্য রাখা হয়েছে। এদিন কোন মাইক বাজানো হবে না বলে সিদ্ধান্ত হয়েছে।মাইক বাজলে রথ উৎসবের অসুবিধা হতে পারে সেই কারণে মাইক বাজানো হবে না। 

যাতে উভয় সম্প্রদায়ের মানুষজন সম্প্রীতির বাতাবরণ যে যার উৎসব পালন করতে পারে তার ব্যবস্থা করা হচ্ছে। রথযাত্রায় যাতে কোন অসুবিধা না হয় তার জন্য শরাহ কমিটির  স্বেচ্ছাসেবকরা সহযোগিতা করবে। মঙ্গলবার সকাল থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। দারোয়ার কারবালা ময়দানে সকাল দশটা থেকে এই শিবির শুরু হবে। ১৭ জুলাই যথারীতি পবিত্র মহরম রীতিনীতি মেনে হবে। রথযাত্রা এবং মহরম যাতে শান্তিপূর্ণ হয় তার জন্য প্রশাসন সজাগ রয়েছে বলে মহকুমা প্রশাসন সূত্রে জানা গেছে। থাকছে পড়া নিরাপত্তা ব্যবস্থা। মোতাইন থাকছে অতিরিক্ত পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার।

Related News

Also Read