অজ্ঞান তো পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার কে ঘিরে এলাকায় শুরু হয়েছে জোর জল্পনা। ঘটনাটি ঘটেছে রবিবার বিকালে এগরা-২ ব্লকের উত্তর এরেন্দা এলাকায়। এদিন বিকেলে বাঁধের উপর এক ব্যক্তিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় মানুষজন। স্থানীয় সূত্রে জানা গেছে ওই ব্যক্তির মুখ থেকে গাঁজলা বেরিয়ে ছিল। জায়গাটি এগরা ২ এবং পটাশপুর দুই ব্লকের সীমান্ত এলাকা।
এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বহু মানুষ জড়ো হয় ঘটনাস্থলে। পুলিশের খবর দিলে এগরা থানার পুলিশ গিয়ে মৃতদেহ নিয়ে ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠায়। পুলিশ তদন্ত করে দেখছে ওই ব্যক্তির মৃত্যুর কারণ এবং তার পরিচয় উদ্ধারের জন্য। স্থানীয়দের অনুমান ওই ব্যক্তি আত্মহত্যা করতে পারে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
Post Views: 13