Select Language

[gtranslate]
২৭শে ফাল্গুন, ১৪৩১ বুধবার ( ১২ই মার্চ, ২০২৫ )

।। যুক্তরাষ্ট্র ওপেনে ইন্দ্রপতনঃছিটকে গেলেন নাদাল ।।

যুক্তরাষ্ট্র ওপেনে ইন্দ্রপতন।ছিটকে গেলেন রাফায়েল নাদাল। ২০১৬ সালের পর এই প্রথম শেষ ১৬ থেকে বিদায় নিলেন স্প্যানিশ তারকা।

আর্থার অ্যাশ স্টেডিয়ামে টেনিস কিংবদন্তিকে ৬-৪, ৪-৬, ৬-৪ ও ৬-৩ সেটে হারানোর পর ঝরঝরিয়ে কেঁদে ফেলেন ফ্রান্সিস তিয়াফো।

নাদাল এই মরশুমে চারটে গ্র‌্যান্ড স্ল‌্যামের মধ্যে দু’টোয় চ‌্যাম্পিয়ন হয়েছেন। অস্ট্রেলিয়ান ওপেনে এবং ফরাসি ওপেনে। উইম্বলডনে সেমিফাইনালে উঠলেও শেষে চোট পেয়ে সরে দাঁড়াতে হয়। অনেকে ধরে নিয়েছিলেন, নোভাক জকোভিচ না থাকায় নাদালের ইউএস ওপেনে চ্যাম্পিয়ন হওয়াটা সময়ের অপেক্ষা মাত্র। কিন্তু শেষ পর্যন্ত পারলেন না রাফা। 

তিন বছর আগেও শেষ আটে উঠেছিলেন  চব্বিশ বছরের মার্কিনি যুবক ফ্রান্সিস।তবে এবারের আনন্দটা আলাদা।নাদালের গুনমুগ্ধদের কাছে অবশ্যই দুঃখের

Related News