আসন্ন লোকসভা নির্বাচনে সন্দেশখালিকে ইস্যু করেই নির্বাচনে লড়তে চাইছে বিজেপি।নন্দীগ্রামে শহীদ স্মরনের অনুষ্ঠানে যোগ দিয়ে সেই ইঙ্গিত দিয়ে রাখলেন শুভেন্দু অধিকারী।
নন্দীগ্রামের শহীদ মঞ্চ থেকে সন্দেশখালিকে শ্রদ্ধা জানালেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।নন্দীগ্রামের জমি রক্ষার আন্দোলনের সাফল্যকে হাতিয়ার করে ২০১১ সালে রাজ্যের ক্ষমতায় এসেছিলো তৃনমূল।আসন্ন লোকসভা নির্বাচনে সন্দেশখালিকেও যে সেই ভাবে ব্যাবহার করার পরিকল্পনা আছে বিজেপির মুখে না বললেও ঘুরিয়ে সেটাই স্পষ্ট করলেন শুভেন্দু,বলছে রাজনৈতিক মহল।
নন্দীগ্রামের জমি রক্ষার আন্দোলনকে স্তব্ধ করে দিতে ২০০৭ সালের ১৪ মার্চ নিরীহ আন্দোলনকারীদের উপরে নির্বিচারে গুলি চালিয়েছিলো তৎকালীন সিপিএম পরিচালিত সরকারের পুলিশ।
শুভেন্দু অধিকারী দাবি করেছেন ২০০৮ সাল থেকে তিনিই নন্দীগ্রামে শহীদদের স্মরনের আয়োজন করে আসছেন।এখন ভোট আছে,তাই বাহিরের থেকে বিভিন্ন দলের নেতা নেত্রীরা আসছে।সেই নেতা নেত্রীদের পরিযায়ী পাখীর সাথে তুলনা করেছেন শুভেন্দু।উল্লেখ্য পরিযায়ী নেতা-নেত্রী বুঝাতে তিনি তৃনমূল নেতৃত্বদের বুঝিয়েছেন বলেই স্থানীরা মনে করছে।