Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩১ বৃহস্পতিবার ( ১৩ই মার্চ, ২০২৫ )

যীশুখ্রীষ্টের জন্মদিন উপলক্ষে বিশেষ শোভাযাত্রা করা হয় মেথডিস্ট চার্চে।

পার্ক স্ট্রিট থেকে শুরু করে বিভিন্ন শহরের চার্চ গুলি সেজে উঠেছে বড়দিনের আবহে। বিভিন্ন জায়গার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে ২৫শে ডিসেম্বর যীশুখ্রীষ্টের জন্মদিন উপলক্ষে মেথোডিস্ট চার্চে অন্যান্য দিনের তুলনায় আজ সকাল থেকেই ছিল অগণিত মানুষের জনসমাগম।

এদিন সকাল থেকে প্রার্থনা, বাইবেল পাঠের পাপাশাপাশি গানের মেতে ওঠেন সকলে। প্রভু যীশুখ্রীষ্টের জন্মদিন উপলক্ষে রবিবার তমলুক শহরজুড়ে সেই বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য শহর জুড়ে এক বিশেষ শোভাযাত্রা করা হয় মেথডিস্ট চার্চ এর পক্ষ থেকে।

Related News