প্রদীপ কুমার সিংহ :- এক স্কুল ছাত্রী গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলো। ওই স্কুল ছাত্রীর নাম
গীতা নস্কর (১৪)। নিজের বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তী থানার অন্তর্গত চুল তোলা এলাকায়। সে মামার বাড়িতে ৪ বছর বয়স থেকে মামার বাড়িতে থাকতো। মামার বাড়ি বারুইপুর থানার অন্তর্গত কেয়াতলা এলাকায়।
মৃত ছাত্রী কেয়া তোলা হাইস্কুলে অষ্টম শ্রেণীতে পাঠরতা ছিল।
পরিবারের সূত্রের খবর বৃহস্পতিবার মামার বাড়ির পাশে বাগান থেকে একটি ফল গাছের ফল তুলেছিল। দিদা নমিতা সরদার জানতে পারে এবং গীতাকে খুব বকাবকি করে। সেই বকাবকি সহ্য করতে না পেরে মামার বাড়ির একটি ঘরের সিলিং ফ্যানে ওড়না গলায় দিয়ে ঝুলে পড়ে। সঙ্গে সঙ্গে মামা বাড়ি মানুষ জানতে পারলে তাকে নিয়ে বারুইপুর মহকুমা হাসপাতালে আসে।চিকিৎসক গীতা নস্করকে দেখে মৃত বলে ঘোষণা করে।মামার বাড়ির এলাকার শোকের ছায়া নেমে আসে। বারুইপুর থানার খবর দিলে বারুইপুর থানার পুলিশ শুক্রবার দুপুর ২টো নাগাদ তার নিথর দেহটি ময়না তদন্তের জন্য পাঠায়। এই অস্বাভাবিক মৃত্যুর জন্য পুলিশ তদন্ত শুরু করেছে।






