Select Language

[gtranslate]
৩০শে পৌষ, ১৪৩১ মঙ্গলবার ( ১৪ই জানুয়ারি, ২০২৫ )

দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের সময় ব্রাহ্মণদের নিয়ে গীতা পাঠের আসর বসবে।

দিঘায় জগন্নাথ মন্দিরের সূচনায় গীতাপাঠের আসর বসবে ।দিঘায় নির্মিয়মান মান্দিরের কাজ স্রজমিনে ঘুরে দেখে একথা জানালেন রাজ্যের কারাগার মন্ত্রী অখিল গিরি।

আসন্ন নতুন ইংরেজী বছরে সমুদ্র সৈকতে সূচনা হতে চলেছে জগন্নাথ দেবের বহু প্রতিক্ষিত জগন্নাথ দেবের মন্দির।সৈকত শহর দিঘায় নির্মিয়মান জগন্নাথ মন্দির ২০২৪ সালের এপ্রিল মাসে উদ্বোধন হতে পারে এমনটাই আগেই ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রামনগরে এক প্রতিবাদ মিছিলে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন মন্ত্রী অখিল গিরি। রামনগরে প্রতিবাদ মিছিলে সুকান্ত মজুমদারের নাম না করে বিবেকানন্দকে নিয়ে বিরূপ মন্তব্যের প্রতিবাদে রামনগর এক যুব তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রতিবাদ মিছিল হয়। উল্লেখ্য বিজেপি তরফ থেকে ২৪ ডিসেম্বর আয়োজন করা হয়েছিল গীতা পাঠের আসর। রামনগর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কারা দপ্তরের মন্ত্রী অখিল গিরি বিজেপির বিরুদ্ধে কটাক্ষের সুর ছুড়ে দেন। অন্যদিকে তিনি বলেন দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের সময় জেলায় ব্রাহ্মণদের নিয়ে গীতা পাঠের আসর বসবে।

Related News

Also Read