পঞ্চায়েত ভোটের আগে আবারো নতুন করে উত্তেজনা ছড়ালো পূর্ব মেদিনীপুরের পটাশপুর এক নম্বর ব্লক এলাকায়। দলীয় পতাকা লাগানোর সময় বিজেপি কর্মীকে বেধড়ক মাধবের অভিযোগের আঙ্গুল উঠলো শাসক দল তৃণমূলের দিকে।
অভিযোগ, পূর্ব মেদিনীপুর জেলায় পটাশপুর ১ নম্বর ব্লকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের শিয়ালদা এলাকায় বিজেপির দলীয় পতাকা লাগানোর সময় এক বিজেপি কর্মীকে বেধড়ক মারধর করে তৃণমূল আশ্রিতা দুষ্কৃতীরা। আহত বিজেপি কর্মীর নাম সুমন সাঁতরা।
আহত অবস্থাতেই রাস্তার উপর পড়ে থাকেন ওই বিজেপি কর্মী। ঘটনাস্থলে ছুটে আসেন বিজেপি নেতৃত্বরা। তাকে উদ্ধার করে গোনাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে ।
আহত বিজেপি কর্মীর মায়ের অভিযোগ, পুলিশে খবর দেওয়া হল ঘটনাস্থলে পুলিশ আসেনি। পুলিশি নিস্ক্রিয়তার অভিযোগ তোলেন তিনি।
Post Views: 18