Select Language

[gtranslate]
১২ই পৌষ, ১৪৩১ শুক্রবার ( ২৭শে ডিসেম্বর, ২০২৪ )

।। পাকা ব্রিজ, রাস্তা সারাই, লটারি এবং মদ বন্ধের দাবিতে লোনাকুড়ি বাজারে পথ অবরোধ ।।

পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের বল্লুক হাইস্কুল, বল্লুক গার্লস হাইস্কুল এবং চাটরা হাইস্কুলের হাজার হাজার ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষ প্রতিদিন বল্লুকহাট ও চাঠরা হাইস্কুল সংলগ্ন সোয়াদিঘী খালের উপর কাঠের নড়বড়ে সেতুর উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন পারাপার করতে বাধ্য হয়।

এই দুটি কাঠের সেতুর পরিবর্তে কংক্রিটের ব্রিজ নির্মাণ, খালের দক্ষিণ পাড়ের কাঁচা রাস্তা পাকা করা সহ এলাকায় ক্রমবর্ধমান মদ ও জুয়া এবং লটারি বন্ধের দাবিতে আজ স্কুলের ছাত্র-ছাত্রী সহ এলাকাবাসীরা নোনাকুড়ি বাজারে পথ অবরোধ করে।


নোনাকুড়ি নাগরিক প্রতিরোধ মঞ্চের পক্ষ থেকে বিকাল ৩-২০ টা থেকে এক ঘন্টার উপর অবরোধ চলে। খালের দক্ষিণ পাড়ের রাস্তাটি মুখ্যমন্ত্রীর নামে ফলক বসিয়ে ২০১৭ সালে কাজের উদ্বোধন হলেও এখনো রাস্তা পাকা হয়নি। দাবিগুলি নিয়ে ইতিপূর্বে পঞ্চায়েত প্রধান বিডিও সহ প্রশাসনের বিভিন্ন স্তরে বারবার জানানো হয়েছে। তা সত্ত্বেও কাজ না হওয়ায় আজ এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান মঞ্চের সম্পাদক স্বপন সামন্ত।

অবরোধে নেতৃত্ব দেন সভাপতি রঘুনাথ মন্ডল, সম্পাদক স্বপন সামন্ত,জয়দেব সামন্ত,মোহন মাইতি, স্বপন ভৌমিক, ডাঃ রাধানাথ মাইতি, বীরেন্দ্রনাথ বেরা প্রমূখ।

প্রশাসনের হস্তক্ষেপে আজকেই মহকুমা শাসক, বিডিও এবং কমিটির সদস্যদের সাথে আলোচনার তারিখ করা হবে জানালে অবরোধ তোলা হয়। নেতৃত্বের পক্ষ থেকে সর্বস্তরের মানুষকে অভিনন্দন জানানো হয়। দাবি আদায় না হলে আরও বৃহত্তর আন্দোলন হবে বলে জানান হয়।

Related News

Also Read