উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদবের শারিরীক অবস্থার আরো অবনতি হল ।সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা এই প্রবীণ রাজনীতিকের গুরুগ্রামের হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসা চলছে ।

২ অক্টোবর হঠাৎই তাঁর অবস্থার অবনতি হয়। হাসপাতাল সূত্রে খবর, শ্বাসকষ্ট শুরু হওয়াতে প্রবীণ নেতাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
গত জুলাই মাসে প্রয়াত হন মুলায়ম সিং যাদবের দ্বিতীয় স্ত্রী সাধনা । সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর স্ত্রীর মৃত্যুর পরে মানসিকভাবে খুবই ভেঙে পড়েন প্রবীণ নেতা। এরপরেই গুরুগ্রামের হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।

Former UP CM & Samajwadi Party leader Mulayam Singh Yadav is quite critical today and is on life-saving drugs. He is being treated in the ICU of the hospital by a comprehensive team of specialists: Dr Sanjeev Gupta, Medical Director, Medanta Hospital, Gurugram
— ANI (@ANI) October 9, 2022
(file photo) pic.twitter.com/7wSAuM4dJO





