সপ্তমীতে মহাত্মা গান্ধী ও ভারতবর্ষের তৃতীয় প্রধানমন্ত্রী রামদুলারীতনয় লালবাহাদুর শাস্ত্রী-র জন্ম জয়ন্তীতে এক্তারপুর সারস্বত সংঘের নবনির্মিত সভাগৃহে অনুষ্ঠিত হলো সাহিত্যসভা ও কাব্যগ্রন্থ প্রকাশ অনুষ্ঠান৷
অনুষ্ঠানে সভাপতির আসন অলংকৃত করেন সাহিত্যিক রণজিৎ নায়ক৷ প্রধান অতিথির আসন অলংকৃত করেন সাহিত্যিক মন্মথনাথ দাস, উদ্বোধক এর আসন অলংকৃত করেন আন্তর্জাতিক কবি অমৃত মাইতি এছাড়া অতিথিগণ উপস্থিত ছিলেন; শিতাংশু দাস, অজিত জানা, গৌরচাঁদ পাত্র, বিমানকুমার নায়ক, স্বাতী পাত্র, সমরেশ সুবোধ পড়িয়া, ভবানীপ্রসাদ মাইতি, দেবাশীষ মিশ্র, তরুনতপন দাস, নুরুল ইসলাম, গোকুল ভুঞ্যা, সুভাষ ঘোড়ই, চন্দন মাইতি, কেশবচন্দ্র প্রধান, অশোক দাস, তপনকুমার জানা, যুগলকিশোর মন্ডল, শংকর মন্ডল, অরিজিৎ দাস, অনিল সাহু, শিবানন্দ জানা, সুধীর মাইতি, ভূপাল মাইতি, লক্ষ্মীকান্ত রাণা, দেবাশীষ গীর গোস্বামী, বিশ্বজিৎ মাইতি, প্রবীর সামন্ত, প্রশান্ত কামিলা, অশোক কুমার জানা, অশোক কুমার বেরা, স্বদেশরঞ্জন মাইতি, দীপালী শীট, নীলিমা সৎপতি, রবীন্দ্রনাথ দাস অধিকারী, দীপান্বিতা সাউ, কালিপদ মাইতি ও সহস্রাংশু দাস প্রমুখ গুণীব্যক্তিবর্গ৷
সংগীত, স্বরচিত কবিতা পাঠ, প্রাত্যহিকী পাঠ, আবৃত্তি,শারদ পত্রিকা প্রকাশ, কাব্যগ্রন্থ প্রকাশ ও গুণীজনের নানাকথা বক্তব্যের মাধ্যমে এই মহতী দিবসে মহাত্মা-শাস্ত্রীর জয়ন্তী উৎযাপন করা হয়৷
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি অজিতকুমার জানা ও কবি গৌরচাঁদ পাত্র৷