Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

কাঁথিতে নবনির্বাচিত সাংসদ কে সম্বর্ধনা জ্ঞাপন করল কাঁথি

কাঁথি লোকসভা কেন্দ্রের নবনির্বাচিত সাংসদ কে সম্বর্ধনা জ্ঞাপন করল কাঁথি ১ পঞ্চায়েত সমিতি। শুক্রবার দুপুরে এক বর্ণময় অনুষ্ঠানের মাধ্যমে নবনির্বাচিত সাংসদ সৌমেন্দু অধিকারী কে সংবর্ধিত করা হয় কাঁথি ১ পঞ্চায়েত সমিতির সভাকক্ষে। উত্তরীয়, পুষ্পস্তবক ও চন্দনের ফোটা দিয়ে সাংসদকে বরণ করে নেওয়া হয়। পরে স্মারক ও উপহার সামগ্রী দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ কাঁথির বিধায়ক অরূপ কুমার দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি অর্চনা পয়ড়্যা,সহসভাপতি উমেশ প্রধান, সহ পঞ্চায়েত সমিতির সমস্ত কর্মাধ্যক্ষ এবং সমস্ত সদস্য সদস্যা, পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসনের কর্মীবৃন্দ সহ অন্যান্য বিশিষ্ট মানুষজন। এই সভায় যোগদান করেন সমস্ত গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধানগণ। এই সভায় পঞ্চায়েত সমিতির তৃণমূলের সদস্য সদস্যা ও তৃণমূল গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধানগণ উপস্থিত হননি। সম্বর্ধিত হওয়ার পর সংসদ সৌমেন্দু অধিকারী পঞ্চায়েত সমিতির উন্নয়নমূলক কাজে সর্বদা পাশে থাকবেন বলে আশ্বাস দেন।

Related News

Also Read