রথযাত্রার পুণ্য লগ্নে এক মননশীল ও সাংস্কৃতিক আবহে প্রকাশিত হল অক্ষরস্রোত সাহিত্য পত্রিকা নিবেদিত সংকলন ‘সময়ের সাক্ষ্য’। এই বিশেষ দিনে জগন্নাথ দেবের চরণে গ্রন্থটি নিবেদন করে শুভ সূচনা হয় সংকলনের। সংকলনের মোড়ক উন্মোচন করেন এগরা ঝাটুলাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশীষ জানা ও এগরা থানার আই.সি. অরুন খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহিত্যপ্রেমী, শিক্ষক, ছাত্রছাত্রী এবং স্থানীয় শুভানুধ্যায়ীগন। দেবাশীষ জানা বলেন, “বর্তমানে বই পড়ার অভ্যাস অনেকটাই হ্রাস পেয়েছে।
এই রকম সাহিত্য সংকলনের প্রকাশ পাঠকদের বই পড়ার প্রতি আকর্ষণ বাড়িয়ে তুলবে এবং নতুন চিন্তার জগতে প্রবেশ করতে সহায়তা করবে।” সম্পাদক হরিহর গায়েন বলেন, “অক্ষরস্রোত সাহিত্য পত্রিকা সর্বদা কবি-সাহিত্যিক ও পাঠকদের পাশে থেকে নতুন নতুন প্রতিভাকে তুলে ধরার জন্য কাজ করে চলেছে। যতটুকু সামর্থ্য, ততটুকু আন্তরিকতা নিয়ে আমরা সাহিত্যচর্চার স্বপ্নকে এগিয়ে নিয়ে যেতে চাই।” সহ-সম্পাদক সুব্রত মুখার্জী জানান, “অক্ষরস্রোত আমার কাছে কেবল একটি পত্রিকা নয়, এটি সর্বকালের সঙ্গী। এই সাহিত্যপত্রিকা আমার হৃদয়ে এক অনবদ্ধ সৃষ্টি হিসেবে থেকে গেছে এবং থাকবে।” অনুষ্ঠানটি সাহিত্য ও সংস্কৃতির মিলনক্ষেত্র হয়ে উঠেছিল। ‘সময়ের সাক্ষ্য’ সংকলনের প্রকাশ শুধু একটি বইয়ের প্রকাশ নয়, এটি একটি সময়ের কথা বলা, এক শ্রেণির সাহিত্যিক আন্দোলনের প্রতিচ্ছবি।