মেদিনীপুর সমন্বয় সংস্থার কাঁথি এগরা আঞ্চলিক ইউনিটের ষষ্ঠ বার্ষিক সাধারণ সভার আয়োজন হয় কন্টাই পাবলিক স্কুল এর শীততাপ নিয়ন্ত্রিত সভাগৃহে। রবিবার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিট সভাপতি হৃষিকেশ দাস। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি সাহিত্যিক মন্মথনাথ দাস, সদস্য বিমলকুমার জানা ,কন্টাই পাবলিক স্কুল এর প্রিন্সিপাল সমরেন্দ্রনাথ দাস প্রমুখ। ছিলেন ড দিলীপ দাস, অধ্যাপক অমলেন্দুবিকাশ জানা, অধ্যাপক হৃষিকেশ পড়িয়া, অধ্যাপক রণজিত নায়ক, প্রাক্তন সহ প্রধান শিক্ষক স্বপনকুমার মণ্ডল,প্রাক্তন প্রধান শিক্ষিকা অলকা জানা,শিক্ষক শৈবালকান্তি মাইতি,অশোক দাস ,গৌরচাঁদ পাত্র ,তরুণ মহাপাত্র, সম্পাদক বরুন কুমার জানা প্রমুখ।
শুরুতেই কন্টাই পাবলিক স্কুলের দুই কৃতী ছাত্রছাত্রীকে সংবর্ধণা জ্ঞাপন করা হয়। সভায় বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সম্পাদক।বার্ষিক প্রতিবেদন এবং হিসাব এর উপর দীর্ঘ আলোচনা করেন উপস্থিত সাধারণ সদস্যগণ।