Select Language

[gtranslate]
১২ই পৌষ, ১৪৩১ শুক্রবার ( ২৭শে ডিসেম্বর, ২০২৪ )

কোলাঘাট টেকনো ইন্ডিয়া স্কুলে  সচেতনতা কর্মসূচি

পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ ও কোলাঘাট ট্রাফিক বিভাগের উদ্যোগে কোলাঘাট টেকনো ইন্ডিয়া স্কুলে একটি সচেতনতা কর্মসূচি আয়োজিত হলো।

মূলত ট্রাফিক আইন এবং পথ চলতে কি কি সাবধানতা অবলম্বন প্রয়োজন সে বিষয়ে স্কুলের ছাত্র-ছাত্রী এবং স্কুলের গাড়ি চালকদের সচেতন করা হল।  তথ্যচিত্রের মাধ্যমে  দেখানো হয় কিভাবে পথ দুর্ঘটনা ঘটছে, অন্যদিকে গাড়িচালকদের কি কি সাবধানতা প্রয়োজন সে বিষয়েও জানানো হয় কোলাঘাট ট্রাফিক বিভাগের পক্ষ থেকে।


পরে স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে হয় ট্রাফিক সংক্রান্ত কুইজ। সফল ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয় এদিন।এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিএসপি ট্রাফিক দিব্যেন্দু দাস, এছাড়াও ছিলেন ওসি ট্রাফিক দিলীপ চ্যাটার্জী,টি আই কোলাঘাট বিপ্লব মন্ডল,কোলাঘাট টেকনো ইন্ডিয়া স্কুলের প্রিন্সিপ্যাল সুমন চ্যাটার্জী সহ বিশিষ্টজনেরা

Related News

Also Read