Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩১ বৃহস্পতিবার ( ১৩ই মার্চ, ২০২৫ )

লোকসভার আগে দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সভাধিপতির।

পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের নব নির্বাচিত সভাধিপতি উত্তম বারিককে সম্বর্ধনা দিলো দেবব্রত দাস স্মৃতি রক্ষা কমিটি।

পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দিঘায় শনিবার এই সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে নব নির্বাচিত সভাধিপতি উত্তম বারিক ছাড়াও উপস্থিত ছিলেন রামনগর ১ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি অম্বিকা চরন জানা,পদিমা ২ পঞ্চায়েতের প্রধান সুশান্ত পাত্র প্রমুখ।

এই সম্বর্ধনা সভায় নব নির্বাচিত সভাধিপতি উত্তম বারিক বলেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার পর দিঘাকে ঢেলে সাজাচ্ছেন।দিঘা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন সফল করতে আমাদেরকেও ঝাঁপিয়ে পড়তে হবে।সেই সাথে আসন্ন লোকসভা নির্বাচনে কাঁথি কেন্দ্র থেকে তৃনমূল প্রার্থীকে জেতাতে এখন থেকেই সবাইকে একজোট হয়ে লড়াইতে নামার আহ্বান জানান

Related News