লোকসভা ভোট শেষ হওয়ার পরে ফের উত্তেজনা ছড়ালো ময়নার বাকচা | সোমবার রাত্রে বাকচার নিমতলা এলাকায় তৃণমূল কর্মীদের পেয়ে মারধর করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। বিজেপি নেতা উত্তম সিংহের নেতৃত্বে এই হামলা হয় বলে অভিযোগ। কিন্তু তৃণমূলের এই অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি।
এই হামলার ঘটনায় আহত তৃণমূল কর্মী সুদীপ ভঞ্জ এবং পুষ্পেন্দু ভঞ্জ ময়না হাসপাতালে ভর্তি বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ময়না থানার পুলিশ।

Post Views: 17