Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

মেচেদা স্টেশনের ফুট ওভারব্রিজের মেরামতি ।

মেচেদা স্টেশনের ফুট ওভারব্রিজ মেরামতির জন্য গতকাল থেকে যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে। টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে প্লাটফর্মগুলির যাওয়ার জন্য যে রাস্তাটি আছে এখন সেই রাস্তাটি পরিষ্কার করা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা, সর্বক্ষণ প্রহরী রাখা (বিশেষ করে যেখানে মালগাড়ি যাতায়াত করে) দাবিতে গতকাল নাগরিক প্রতিরোধ মঞ্চের পক্ষ থেকে স্টেশন মাস্টার মাননীয় শম্ভুনাথ ঘোড়াই কাছে ডেপুশন দেওয়া হয়েছিল। আজকে স্টেশন মাস্টার কে নিয়ে, রেল কর্তৃপক্ষের আধিকারিকদের নিয়ে আলোর ব্যবস্থা করা, টিকিট কাউন্টারে মাইকিং এর ব্যবস্থা করা, রাস্তাটি পরিষ্কার-পরিচ্ছন্ন করার উদ্যোগ নেওয়া হয়। স্টেশনে প্লাটফর্মে যাওয়ার জন্য একটি শর্টকাট রাস্তা আছে সেটি প্রায় জঙ্গলের মতন হয়ে আছে , আলোর ব্যবস্থা নেই।

সেখানটা পরিষ্কার করে যাতে আলোর ব্যবস্থা করা হয় নাগরিক প্রতিরোধ মঞ্চের প্রতিনিধিরা স্টেশন মাস্টার মহাশয় কে বলেন, অবশেষে স্টেশন মাস্টার রাজি হয়েছেন। নাগরিক প্রতিরোধ মঞ্চের পূর্ব মেদিনীপুরের আহায়ক মধুসূদন বেরা বলেন গত দুবছর ধরে ফুটওভার ব্রিজ যে অত্যন্ত খারাপ অবস্থায় আছে মেরামত করা দরকার বহুবার জানানো হয়েছিল। রেল কর্তৃপক্ষ উদাসীন ছিলেন। এখন যে সারানোর উদ্যোগ নেওয়া হয়েছে সেটি ভালো তবে দ্রুত সারানোর চেষ্টা করতে হবে নতুন ফুটওভার ব্রিজ চালু করার চেষ্টা করতে হবে। এস ইউ সি আই ( কমিউনিস্টের) মেচেদার লোকাল কমিটির সম্পাদক সুব্রত দাসও বলেন, তাদেরও পক্ষ থেকে স্টেশন মাস্টারের নিকট বারবার দরবার করা হয়েছিল যাতে ফুটওভার ব্রিজ দ্রুত মেরামত করা হয়। দুর্গাপূজার সময় বহুযাত্রী একসঙ্গে যখন যাতায়াত করে তখন ব্রিজটির যে কম্পন হত তাতে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারতো।এই অবস্থায় মেরামত উদ্যোগ নেওয়া হয়েছে তা ভালো কিন্তু আগে থেকে মাইকে ঘোষণা করার দরকার ছিল। এখন ওই যাতায়াতের রাস্তাটি পরিষ্কার করা, আলোর ব্যবস্থা করা, প্রহরী ব্যবস্থা করা, একই সঙ্গে বাসস্ট্যান্ডের শেষ প্রান্তের দিকে যদি অস্থায়ী টিকিট কাউন্টার করা হয় তাহলে যাত্রীদের সুবিধা হবে।

Related News

Also Read