পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ৩ ব্লকের মারিশদা সপ্তর্ষি ক্লাবের পরিচালনায় কলকাতা সারদা মিশন আশ্রম এর সহযোগিতায় মেডিকেল ক্যাম্প হল মারিশদ কন্যা বিদ্যা মন্দিরে।
এই শিবিরে উপস্থিত ছিলেন মাতাজী ভারতী মা, সমীরণ মাইতি ,গৌরী শঙ্কর মিশ্র, গণদেব দাস, গৌতম মিশ্র, রতন জানা প্রমুখ।
এদিনের শিবিরে ২০৭ জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়।অনুষ্ঠান শেষে সকলকে ধন্যবাদ জানান ক্লাবের সভাপতি উত্তম বারিক
Post Views: 14