কাঁথিতে ‘নেটওয়ার্ক কাপ’ ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় টাইটেল-এর সূচনা হল। এই টুর্নামেন্টের টিম এনাউন্সমেন্ট অনুষ্ঠানটি অনুষ্ঠিত হলো মান্দারমনিতে। প্রাক্তন টেনিস বলের ক্রিকেটার পিন্টু জেসওয়াল এই টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন।

আগামী ১ ও ২ ডিসেম্বর (২০২৫) দুই দিন ধরে এই ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে কাঁথি সি এসএস মাঠে।

এবার টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করছে।
জেলা, রাজ্য এবং ভিন রাজ্যের নামিদামি ক্রিকেটাররা এই টুর্নামেন্টে খেলতে আসছেন।বিজয়ী দল ট্রফি সহ ২ লক্ষ ২৫ হাজার টাকা ও রানার্স দল ট্রফি সহ ১ লক্ষ ৭৫ হাজার টাকা দেওয়া হয়।
Post Views: 5





