পথ দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। সেই অসহায় পরিবারের পাশে দাঁড়ালো অল ইন্ডিয়া সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও পথের দিশা মনীষী চর্চা কমিটি।
পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ২ দেশপ্রান ব্লকের অন্তর্গত চালতি গ্রাম পঞ্চায়েতে চালতি গ্রামে একটি বিবাহ অনুষ্ঠানে দিল্লি থেকে আসছিলেন। তাদেরকে আনতে তমলুক যান চালতির গ্রামের বাসিন্দা তাদের আত্মীয় কয়েকজন। বাড়ি ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়। কোনরকম প্রানে বেঁচে যান একজন মহিলা ও দুজন শিশু, বর্তমান তাদের চিকিৎসা চলছে। চিকিৎসা ব্যয় বহুল।
তাই তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সেই সময় তাদের পরিবারে সমর্থ্য অনুযায়ী পাশে দাঁড়িয়ে ছিল এই সংগঠন। পরবর্তীতে আজকে কিছু রেশন সামগ্রী এবং আর্থিক সাহায্য করলেন এই সংগঠনের সদস্যবৃন্দরা। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি বিশিষ্ট আইনজীবী কাঁথি মহকুমা আদালতের এ্যাডিশনাল পি পি ই মঞ্জুর রহমান খাঁন, সম্পাদক সেক নুর ইসলাম,এগরা কলেজের অধ্যাপিকা ড. রুম্পা সাউ,সেক যুবের উদ্দিন,সেক আজহারুল, বাসুদেব জানা, দিপু দত্ত, শিক্ষিকা বন্দিনী কান্ডার , রাইমিন খাতুন, অরুন্ধতী কান্ডার, আয়ুষ্কা কান্ডার, শিল্পা কান্ডার, সেক নুর জামাল প্রমূখ।





