Select Language

[gtranslate]
২২শে কার্তিক, ১৪৩২ শুক্রবার ( ৭ই নভেম্বর, ২০২৫ )

।।প্রয়াত সাংবাদিকের স্মরন সভা ।।

হলদিয়া পৌরসভায় কবি সাহিত্যিক সাংবাদিক পশুপতি দেবনাথের স্মরণ সভা অনুষ্ঠিত হলো । গত ৬ ই আগস্ট তিনি পরলোকগমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর ।

পশুপতি বাবুর আত্মার প্রতি শান্তি কামনা করে তাঁর স্মৃতি রোমন্থনে স্মরণসভা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই স্মরণসভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলদিয়া পৌরসভার চেয়ারম্যান সুধাংশু মন্ডল, পৌর পরিষদ জয়ন্তি রায় দণ্ডপাট, স্বপন নস্কর সহ বিভিন্ন কাউন্সিলরগণ।

হলদিয়া পৌরসভার প্রেস কর্নারে বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের আহবানে হয় স্মরণ সভা। পশুপতি দেবনাথের স্মরণ সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন এলাকার কবি লেখক সাংবাদিকগণ। স্মরণসভায় আগত অতিথিরা পশুপতি বাবুর জীবনী নিয়ে আলোচনা করেন।

Related News

Also Read