নন্দীগ্রামে রাজ্যের শাসক দলের বিবাদ চরম আকার ধারন করলো।নন্দীগ্রাম ১ ব্লকের দাউদপুর গুমগড় হাই মাদ্রাসা স্কুল নির্বাচনে তৃণমূল কংগ্রেসের দুটি শিবিরের মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে তৃণমূলের গোষ্ঠী কোন্দলকে ঘিরে ছড়িয়েছে উত্তেজনা।
জানা গেছে মাদ্রাসার ৬ আসনের জন্য মনোনয়নপত্র জমা দেয় তৃণমূল কংগ্রেসের দুই শিবিরে এবং সিপিআইএমের পক্ষ থেকে।
তৃণমূল কংগ্রেসের নন্দীগ্রাম এক নম্বর ব্লক সভাপতি স্বদেশ রঞ্জন দাসের নেতৃত্বে ছয়জনের একটি প্যানেল মনোনয়নপত্র জমা দিয়েছে। অপরদিকে তমলুক সাংগঠনিক জেলার নবনির্বাচিত চেয়ারম্যান পীযুষকান্তি ভূঁইয়া ও দাউদপুর অঞ্চল প্রধান শেখ শামসুল ইসলামের নেতৃত্বে ৬টি আসন এওকটি প্যানেল তৈরী করে মনোনয়নপত্র জমা দেওয়া হয়।আর এই ঘটনাকে ঘিরে ছড়িয়েছে উত্তেজনা। তৃনমূলের গোষ্ঠীকোন্দলের সুবিধা নিতে ময়দানে নেমে পড়েছে বামফ্রন্ট। আজ বামফ্রন্টের পক্ষ থেকে সিপিএমের জেলা কমিটির সদস্য পরিতোষ পট্টনায়ক এর নেতৃত্বে বাম মনোনীত ৬ প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
