Select Language

[gtranslate]
২৯শে কার্তিক, ১৪৩২ শুক্রবার ( ১৪ই নভেম্বর, ২০২৫ )

পাঁশকুড়ায় সাড়ে ৭৫০ লিটার চোলাই মদ উদ্ধার, ধৃত চার

আজ ভোর সাড়ে চারটা নাগাত পাঁশকুড়া থানার কালই এলাকায় প্রায় সাড়ে ৭৫০ লিটার চোলাই মদ উদ্ধার করল আবগারি দপ্তরের কোলাঘাট সার্কেলের আধিকারিক।

ও.সি. রাহুল দাস জানান,চারটি মোটর সাইকেলে করে নারায়ণগড় থেকে ওই মদ ব্যবসায়ীরা আসছিল পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার কালই এলাকায়। ধৃত চারজন হল শিবু সরেন,স্বাধীন সরেন,

কালাচাঁদ মুর্মু,রঘুনাথ টুডু। চারজনের মধ্যে দুজনের বাড়ি পিংলা থানা এলাকায়। দুজনের বাড়ি খড়গপুর লোকাল থানা এলাকায়। ওই চারজনকেই আজকে তমলুক কোর্টে পাঠানো হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজত দেয়।

পূর্ব মেদিনীপুর জেলা মদ ও মাদকদ্রব্য বিরোধী কমিটির আহ্বায়ক নারায়ন চন্দ্র নায়ক চোলাই মদের বিরুদ্ধে এই অভিযানকে সাধুবাদ জানিয়ে বলেন,শুধু চোলাই মদ নয়,জেলা জুড়ে চলছে ব্যাপক মদ ও মাদকদ্রব্যের প্রসার। যে কারণে জেলায় নানা ধরনের অসামাজিক কার্যকলাপ বেড়েই চলছে।

Related News

Also Read