ট্টগ্রামের ফৌজদারহাটে চলন্ত লরি উল্টে একটি প্রাইভেট কার চাপা পড়েছে। তবে কারটি দুমড়ে মুচড়ে গেলেও অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছেন চার যাত্রী। শনিবার বেলা সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা সুলতান মাহমুদ চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি লরিটি উল্টে প্রাইভেট কারের ওপর চাপা পড়ে আছে। পরে আমরা প্রাইভেট কারে থাকা চার যাত্রীকে সুস্থ অবস্থায় উদ্ধার করি। তবে চালক একটু আহত হয়েছেন। তাকে স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নেয়া হয়। ঘটনার প্রত্যক্ষদর্শী জানান, প্রাইভেট কারটি একদম লরিটার নিচে ছিল। প্রাইভেট কারে থাকা যাত্রীরা ভেতর থেকে বাঁচার জন্য চিৎকার ও কান্নাকাটি করছিল। স্থানীয়রা কয়েকজন চেষ্টা করেও কারে আটকে থাকা কাউকে বের করতে পারছিল না। পরে ফায়ার সার্ভিস এসে ক্র্যান দিয়ে লরিটি সরিয়ে তাদের উদ্ধার করে। বারো আউলিয়া হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, অনেকটা অলৌকিকভাবে তারা বেঁচে গেছেন। নয়তো এ রকম দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বেশি থাকে। প্রাইভেটকারে থাকা চার যাত্রীর মধ্যে শুধু চালক হালকা ব্যথা পান।

