কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার পরিচালনা টি টুয়েন্টি অনুর্ধ্ব ১৩ এবং ১৮ সিএসএসএ চ্যালেঞ্জ কাপে আজ দুটি গ্রুপের প্রথম সেমিফাইনালে খেলা অনুষ্ঠিত হলো। সকালের অনুর্ধ্ব ১৩ খেলায় যে দুটি দল অংশগ্রহণ করে এবিসিডি ও স্পিডঅন। টসে জিতে স্পিডঅন বোলিং করার সিন্ধান্ত নেয়। নির্ধারিত ১৮ ওভারে খেলায় এবিসিডি ১৭.১ ওভারে সব উইকেট হারিয়ে ৭৮ রান করে। প্রত্তুতরে স্পিডঅন এই রান তাড়া করতে গিয়ে ১৬.৫ ওভারে ৬৮ রানে সকালে আউট হয়ে যায়। ফলে এবিসিডি ১০ রানে জয় লাভ করে ফাইনালে খেলার ছাড়পত্র লাভ করে। এই খেলায় এবিসিডি-র রিন্টু পাঁঞ্জা ম্যান অফ দি ম্যাচ হয়ে মৃত্যুঞ্জয় দাস অধিকারী স্মৃতি ট্রফি লাভ করে। পুরস্কার তুলে দেন ভারতীয় দলের প্রতিবন্দী খেলোয়াড় আমির পাঠান।
দিনের দ্বিতীয় সেমিফাইনালে অনুর্ধ্ব ১৮ খেলায় যে দুটি দল অংশগ্রহণ করে কন্টাই ক্রিকেট কোচিং সেন্টার এবং বালিঘাই ক্রিকেট একাডেমি।
টসে জিতে সিএসএসএ ব্যাটিং করার সিন্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮২ রান করে। ১৮৩ রানের জয়ের লক্ষ মাত্র নিয়ে ব্যাট করতে নেমে বালিঘাই ৯ উইকেট হারিয়ে ১৩৫ রান সংগ্রহ করে। ফলে কন্টাই ক্রিকেট কোচিং সেন্টার ৪৭ রানে জয় লাভ করে ফাইনালে খেলার ছাড়পত্র লাভ করে। কন্টাই ক্রিকেট কোচিং সেন্টার এর প্রয়ন গিরি ব্যাটে ৩২ বলে ৫৫ রান এবং বলে ৪ ওভারে ১৯ রান দিয়ে ১ উইকেট নিয়ে মৃত্যুঞ্জয় দাস অধিকারী স্মৃতি ম্যান অফ দি ম্যাচের ট্রফি লাভ করে। এই পুরস্কার তুলে দেন বর্তমান সিনিয়র ক্রিকেটের প্রসুন মন্ডল। সংগে ছিলেন দুই সহ সভাপতি বিশ্বজিৎ দত্ত, সতীনাথ দাস অধিকারী, সহ সম্পাদক রামকৃষ্ণ পন্ডা ও জিবি সদস্য গোলক চন্দ্র বিশ্বাস। আগামী কাল দুটি সেমিফাইনালে খেলা সকালে অনুর্ধ্ব ১৩ হলদিয়া ব্লু স্টার ও বালিচক অরবিন্দ এবং বিকালে অনুর্ধ্ব ১৮ এবিসিডি এবং হলদিয়া ব্লু স্টার।
