দেনার দায়ে আত্মঘাতী হলো দম্পতি। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে খেজুরি থানার দক্ষিণ বেলতলা গ্রামে। অভিযোগ রবিবার সকালে পরিবারের লোকেরা দেখতে পাই ঘরের মধ্যে একই দড়িতে দুদিকে শংকর গিরি ও তার স্ত্রী তনুশ্রী গিরি গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে। খবর জানাজানি হতেই প্রতিবেশীরা জড়ো হয়। পুলিশে খবর দিলে খেজুরি থানার পুলিশ এসে দম্পতির মৃতদেহ উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়।
স্থানীয় সূত্রে জানা গেছে শংকর গিরি বাজার থেকে বহু টাকা ধার করেছিল। সেই কারণে পাওনাদারেরা টাকা আদায়ের জন্য চাপ দিত। সেই কারণে তারা আত্মঘাতী হয়েছে বলে জানা গেছে। পুলিশ মৃত্যুর আসল রহস্য উদ্ধারের জন্য তদন্ত শুরু করেছে।
Post Views: 13