ধান জমিতে কাদামাখা অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য । ঘটনার খবর জানাজানি হলে মৃতদেহ দেখতে প্রচুর লোকের জমা হয় । ঘটনাটি ঘটেছে সোমবার সকালে কাঁথি ১ ব্লকের আউরাই গ্রামে । মৃত যুবকের নাম রাখোহরি জানা (৩৪)। মৃত যুবকের বাবা বিমল জানা বলেন ছেলে রাখহরি দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত। ইতিপূর্বে বেশ কয়েকবার মৃত্যুর হাত থেকে বেঁচেছে । জমিতে ধান রোপন করার কথা শুনে সবার আগে জমিতে ধান রোপনের জন্য চলে যায়। রাখহরি ধান রোপন করার সময় হঠাৎ মৃগী রোগে আক্রান্ত হয়ে কাদা জলের মধ্যে পড়ে মৃত্যু হয় । খবর পেয়ে বাবা বিমল জানা ছুটে গিয়ে ছেলে রাখো হরি কে জমি থেকে তুলে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পরে চিকিৎসক মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে।
Post Views: 18