Select Language

[gtranslate]
২২শে কার্তিক, ১৪৩২ শুক্রবার ( ৭ই নভেম্বর, ২০২৫ )

টানা চারদিনের ছুটিতে দিঘায় পর্যটকদের উপচে পড়া ভীড়

মাত্র দুই দিন পরেই বাংলা নতুন বর্ষ। একদিকে উইক এন্ড সাথে নববর্ষের ছুটি। এর কারনেই টানা ছুটির আনন্দ নিতে পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দিঘায় পর্যটকদের ঢল। এই জেলার পাশাপাশি রাজ্যের অন্যান্য প্রান্ত থেকে এমনকি দেশ-বিদেশে বিভিন্ন পর্যটকরা ইতিমধ্যেই ভিড় জমিয়েছেন দিঘার সমুদ্র সৈকতে। হোটেল গুলোতে প্রচুর মানুষের সমাগম। একদিকে গরম থেকে মুক্তি পাওয়ার জন্য সমুদ্র সৈকতে ভিড়, অন্যদিকে টানা ছুটির জের অন্য মেজাজে সমুদ্র সৈকত শহর দিঘা।

দিঘায় নববর্ষের আগে টানা ছুটিতে উপচে পড়া ভিড়।

দিঘায় বিভিন্ন বাজেটের সাথে পর্যটকদের জন্য উপযোগী থাকার জায়গা রয়েছে।

এছাড়াও, দিঘায় বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়, যেখানে বাঙালি এবং পূর্ব-ভারতীয় খাবারের প্রাধান্য বেশি।

সামনেই ৩০ এপ্রিল জগন্নাথ মন্দিরের উদ্বোধন।

এই ছুটির সাথে সাথে জগন্নাথ মন্দির দূর থেকে দেখার একটা বাড়তি উদ্দীপনাও আছে পর্যটকদের মধ্যে। বাঙালির দিপুদার দিঘায় পর্যটক জমজমাট।

Related News

Also Read