Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩১ বৃহস্পতিবার ( ১৩ই মার্চ, ২০২৫ )

১০ হাজার ৪৫৭ ভোটে হারার জ্বালাতে হামলা বিজেপির:কুনাল

পঞ্চায়েত নির্বাচন পরবর্তী বিজেপির ভোট সন্ত্রাসে ঘরছাড়াদের তৃনমূলীদের ঘরে ফেরাতে মাঠে নেমেছে শাসক দল। এদিন নন্দীগ্রামে আসে তৃণমূলের প্রতিনিধি দল। ছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, তৃনমূলের রাজ্যবসম্পাদক কুণাল ঘোষে,প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্ররা। তাঁদের নেতৃত্বেই এদিন বিরুলিয়া বাজার থেকে ঘরছাড়াদের আনা হয়। ঘরছাড়াদের পৌঁছে দেওয়া হয় ঘরে।

Related News