পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি তিন ব্লকের মারিশদা গ্রাম পঞ্চায়েতে ঢালাই রাস্তার কাজের শুভ সূচনা হলো। শনিবার সকালে ফিতা কেটে এই কাজের শুভ সূচনা করেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি তথা বিধায়ক উত্তম বারিক।উপস্থিত ছিলেন কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেজ, পূর্ত কর্মদক্ষ পরিতোষ শীট ,পঞ্চায়েত সদস্য অপু, ভঞ্জ তারকেশ্বর নন্দ, সুবল রায়, পঞ্চায়েত সদস্যা তনুশ্রী জানা, অনুরাধা মাইতি প্রমুখ। এদিন পুতুল জানার বাড়ি থেকে প্রবোধলের বাড়ি পর্যন্ত ১. ০৫ কিলোমিটার রাস্তা ঢালাইয়ের কাজ শুরু হয়।
পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেজ জানিয়েছেন এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল এই রাস্তা ঢালাই করার। তা করতে পেরে এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ পালন করতে পেরে খুশি।
Post Views: 15