বৃহস্পতিবার রাত্রে বাড়িতে ঢুকে বিরোধী দলের প্রার্থীর সমর্থককে মারধরের ঘটনা ঘটলো পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ১ ব্লকের সাবাজপুট গ্রাম
পঞ্চায়েত এলাকায়।অভিযোগ দীপক দন্ডপাত নামের এই যুবক বিরোধী দলের প্রার্থীর সমর্থনে মনোনয়ন পত্রে সমর্থক হিসাবে স্বাক্ষর করায় তাকে
মারধর করে শাসক আশ্রিত দুষ্কৃতীরা।এই ঘটনায় গুরুত্বর আহত হতে দীপক কাঁথি মহকুমা হাসপাতালে চিকিৎস্যাধীন।যদিও তৃনমূল অভিযোগ অস্বীকার করেছে।
পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ১ ব্লকের সাবাজপুট গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা প্রহৃত দীপক দন্ডপাট।প্রহৃত যুবকের পরিবারের দাবি সাবাজপুট
পঞ্চায়েতের ২০৬ ও ২০৭ নং বুথের বিরোধী দলের প্রার্থীর সমর্থনে মনোনয়ন পত্রে সমর্থক হিসাবে স্বাক্ষর করে ও ব্লক অফিসে মনোনয়ন জমা দিতে যায়
দীপক।সেই অপরাধে বৃহস্পতিবার রাতে আচমকা তৃনমূলের এক বাহিনী বাড়িতে চড়াও হইয়ে তাকে মারধর করেছে।এই ঘটনায় গুরুতর আহত দীপক
কাঁথি মহকুমা হাসপাতালে চিকিৎস্যাধীন।
স্থানীয় তৃনমূল নেতৃত্ব অবশ্য অভিযোগ অস্বীকার করেছে।দাবি করা হয়েছে এই ঘটনার সাথে তৃনমূলের কেউ জড়িত নেই।একই সাথে তৃনমূলের দাবি সম্ভবত
পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা।আর তাকে পরিকল্পিত ভাবে রাজনীতির রং দেওয়া হচ্ছে