সকালে কাজে যাওয়ার পথে টিকিট কেটে সন্ধায় বাড়ি ফেরার পথে জানিতে পারেন ১ কোটি টাকা পুরস্কার লেগেছে।তারপরেই নিরাপত্তার জন্য থানায় আত্মগোপন করলো টিকিটে পুরস্কার প্রাপক যুবক।চাঞ্চল্যকর ঘটনাটা পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের।

কাঞ্জনপুর জালপাই এলাকার বাসিন্দা বিষ্ণুপদ ঘোড়াই।রবিবার সকালে কাজে যাওয়ার পথে মহিষাদলের গাডুহাটায় এক টিকিট বিক্রেতার কাছ থেকে ১৫০ টাকা দিয়ে টিকিট কেটে ছিলেন বিষ্ণুপদ। এদিন সন্ধ্যার পরে কাজ সেরে বাড়ি ফেরার পথে জানতে পারে তার টিকিটে এক কোটি টাকা লেগেছে।তারপরেই পরিবারের সদস্যদের নিয়ে থানায় হাজিরভহয় এই যুবক।

বিষ্ণুপদ ঘোড়াই বলে টিকিট যার টাকা তার ।তিনি গরীব মানুষ।যেকোন সময়ে এই লটারী বাড়ি থেকে ছিনতাই বা চুরী হয়ে যেতে পারে ।তাই পুরস্কারের টাকা যতক্ষণ না একাউন্টে ট্রান্সফার হয় ততক্ষণ পুলিশি নিরাপত্তার আবেদন করে বিষ্ণুপদ।
পরিবারের লোকেরা বলেন সম্প্রতি লটারি নিয়ে নানা রাজনৈতিক ব্যক্তিদের মন্তব্যের কারনে এমনিতেই সাধারন মানুষের মনের মধ্যে আতংক আছে । তাই পুরস্কার জেতায় আনন্দের থেকে ভয় বেশী তাড়িয়ে বেড়াচ্ছে






