প্রদীপ কুমার সিংহ
সোমবার সকাল বেলায় হাসপাতালের বাগানের মধ্যে সদ্যজাত শিশুকন্যাকে ফেলে রেখে দেওয়াকে কেন্দ্র করে বারুইপুর মহকুমা হাসপাতালে চাঞ্চল্য ছড়িয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় সকালে ইমারজেন্সি বাথরুমের জানালার পাশে বাগানের ড্রেনের দিকে ঝাঁট দেওয়ার সময় সদ্যজাত শিশু কান্না ভেসে আসে।সঙ্গে সঙ্গে ওই সুইপার হাসপাতাল কর্তৃপক্ষের খবর দিলে হাসপাতালের কর্মীরা শিশুটিকে উদ্ধার করে নিয়ে যায়।

তাকে হাসপাতালের নবজাতকদের চিকিৎসা কেন্দ্রে রেখে চিকিৎসা শুরু হয়েছে। কে বা কারা এই ঘৃণ্যকর কাজ করেছে ও বারুইপুর থানা কে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের সুপার ডঃ ধীরাজ রায় বলেন, হাসপাতালের এমার্জেন্সি পরিষেবার বাইরে বাগানে শিশু কন্যাকে ফেলে দেওয়া নিন্দনীয়। তবে শিশু কন্যাটি স্বাভাবিক ও সুস্থ আছে। আমরা এই ব্যাপারে উর্দ্ধতন কর্তৃপক্ষ কে জানিয়েছি। শিশু কন্যাটির দেখ ভালের সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সকালবেলায় হাসপাতালে সদ্যোজাত শিশু কন্যা কে বাথরুমে জানলা দিয়ে কেউ ফেলে দিয়েছে বলে মনে করছে হাসপাতাল কর্তৃপক্ষ। জানালায় কাচের পাল্লায় রক্তের দাগ লেগেছিল।





