বজ্রাঘাতে আহত হল কৃষক। শনিবার বিকেলে এগরা এক ব্লকের সাহাড়া গ্রাম পঞ্চায়েতের চাটলা গ্রামের কৃষক গোপাল দাস মাঠে চাষের কাজ করছিল সেই সময় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি আসে। বজ্রাগাতে গুরুতর আহত হলে স্থানীয় মানুষজন তাকে উদ্ধার করে এগুলো সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার চিকিৎসা চলছে।
Post Views: 13