টি-টোয়েন্টি ডিউস ক্রিকেট প্রীতি ম্যাচ - Ekhansangbad

Select Language

[gtranslate]
৪ঠা শ্রাবণ, ১৪৩২ শনিবার ( ১৯শে জুলাই, ২০২৫ )

টি-টোয়েন্টি ডিউস ক্রিকেট প্রীতি ম্যাচ

প্রদীপ কুমার সিংহ :- বারুইপুর জেলা পুলিশ ও একটি ক্লাবের সঙ্গে টি-টোয়েন্টি ডিউস ক্রিকেট প্রীতি ম্যাচ হল শনিবার বারুইপুর নিউ ইডিয়ান মাঠে। ক্রিকেট প্রীতি ম্যাচের আয়োজন করেছিল বারুইপুরে ডিস্ট্রিক্ট পুলিশ পক্ষ থেকে। দুটি দল এই খেলাতে অংশগ্রহণ করেছিল। এসপি একাদশ ও কল্যাণ সংঘ একাদশ। কল্যাণ সংঘ একাদশকে হারিয়ে এসপি একাদশ চ্যাম্পিয়ন হয়। কল্যাণ সংঘ একাদশ প্রথমে ব্যাট করতে নেমে নুরু ওয়ার্ডে সব উইকেট হারিয়ে তাদের মোট রান হয় ৮৯।

সেখানে এসপি একাদশ দু উইকেট হারিয়ে ১০ ওভারের মধ্যে রান তুলে নেয়। এসপি নিজে ৫৪ রান করেছেন এবং তিনটি উইকেট নিয়ে যান। ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছে বারুইপুর জেলা পুলিশের পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালী আইপিএস মহাশয়। এস পি  একাদশের জানাবেন বারুইপুর জেলা পুলিশের এসপি পলাশ চন্দ্র ঢালী (আইপিএস)অতিরিক্ত পুলিশ সুপার সৌতম ব্যানার্জি, অতিরিক্ত পুলিশ সুপার রূপান্তর সেনগুপ্ত, বারুইপুর  থানার আধিকারিক সৌম্যজিত রায়, নরেন্দ্রপুর থানার আধিকারিক, সোনারপুর থানার অধিকারিক,স্পেশাল অপারেশন গ্রুপের আধিকারিক সহ বারুইপুর পুলিশ জেলার অন্যান্য আধিকারিকগন। এসপি পলাশচন্দ্র ঢালী বলেন  আমরা সব সময় লো এন্ড অর্ডারে থাকি সেখান থেকে কিছুটা সময় বার করে বন্ধুত্বপূর্ণ একটা ক্রিকেট ম্যাচ খেলা হল।প্রীতি ম্যাচ খেলাতে সবাই খুব খুশি হয়েছে।

Related News

05:14