Select Language

[gtranslate]
৩রা অগ্রহায়ণ, ১৪৩২ মঙ্গলবার ( ১৮ই নভেম্বর, ২০২৫ )

বালিঘাইতে খুঁটি পূজাতে নক আউট ফুটবল প্রতিযোগিতা

বাংলার ফুটবল ও বাংলার দুর্গাপুজো- দুটোই অত্যন্ত আবেগের জায়গা। বালিঘাই বিবেকানন্দ ব্যায়ামাগার তাদের দুর্গা পুজোর পঞ্চাশ বছরের সুবর্ণ জয়ন্তীতে খুঁটি পুজো তাই নক-আউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে। শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের বালিঘাই বিবেকানন্দ ব্যায়ামাগারে ৫০ তম বর্ষের দুর্গাপূজার খুঁটি পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করলেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি।

তিনি জানিয়েছেন, এখানে বাঙালির সমস্ত আবেগকে এই সংস্থা তুলে ধরেছেন। নিশ্চিতভাবে আমরা এঁদের সাফল্য কামনা করছি। এবার এরা বিগ বাজেটের পুজো করছেন। থিম সং থেকে শুরু করে, প্যাণ্ডেল নতুনভাবে তৈরি করা। যাবতীয় আকর্ষণ বালিঘাই ব্যায়ামাগার এবার টেনে নেওয়ার চেষ্টা করছেন বলে জানিয়েছেন স্থানীয় বিধায়ক তরুণ কুমার মাইতি। আয়োজক সংস্থার সম্পাদক সুদীপ জিৎ জানিয়েছেন, এদিন খঁটি পুজো উপলক্ষ্যে রয়েছে আটটি দলের নকআউট ফুটবল প্রতিযোগিতা। চ্যাম্পিয়ন ও রানার্স দলকে যথাক্রমে ১৭ হাজার ও ১০ হাজার টাকা এবং সুদৃশ্য ট্রফি তুলে দেওয়া হবে। পাশাপাশি আমরা শুধু পুজো করে সীমাবদ্ধ থাকি না। সারাবছরই রক্তদান থেকে অন্নদান এবং বস্ত্রবিতরণ-সহ অভাবি এবং মেধাবী ছাত্রছাত্রীদের পাশে আমরা নিজেদেরকে নিয়োজিত করি। তবে সামাজিক দায়বদ্ধতা থেকে এলাকার মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুজো কমিটির সভাপতি প্রকাশ রায়চৌধুরী, এগরা ২ পঞ্চায়েত সমিতির সভাপতি শাহনাজ বেগম , বিশিষ্ট সমাজসেবী যাদব চন্দ্র বর ও সন্দীপ পাত্র, ব্লক ক্রীড়া সম্পাদক গুরুপদ ঘোড়াই, বিশিষ্ট ক্রীড়াবিদ পুলক কুমার বাগ ও দীপক ভূঞা, আয়োজক সংস্থার সভাপতি মানগোবিন্দ জানা, কোষাধ্যক্ষ সত্যপ্রিয় রথ, কৃষ্ণেন্দু মন্ডল, মনজিৎ মাইতি, সুব্রত রথ, সুমন প্রামাণিক, অনিন্দ্য মন্ডল, দীপক গিরি, সুব্রত মাইতি-সহ বিশিষ্টজনেরা।

Related News

Also Read