মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে পূর্ব মেদিনীপুর জেলা এলেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।
শনিবার তিনি প্রথমে কোলাঘাট এর কেটিপিপি হাইস্কুল ও পরে পাঁশকুড়ার ঘোষপুর ও ব্র্যাডলি বার্ট হাইস্কুল এ পরীক্ষা খতিয়ে দেখতে যান।
পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানান,দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার মোট আটটি বিদ্যালয় পরিদর্শন করলাম।জেলা প্রশাসন যথেষ্ট সহযোগিতা এর মাধ্যমে পরীক্ষা পরিচালনা করেছেন। রাজ্য প্রশাসন যথেষ্ট সহযোগিতা করছেন।আমরা আশাবাদী এই জেলাগুলোতে পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনা হবে ।
শুক্রবার পরীক্ষার প্রশ্ন সোস্যাল মিডিয়া ছড়িয়ে পড়া নিয়ে পর্ষদ সভাপতি জানান, কিছু অসাধু ব্যক্তি রয়েছেন , যার সংখ্যা খুবই কম,তারাই এই ধরনের নেতিবাচক কাজগুলো করছেন ।আমরা চাইছি , পরবর্তী বছর আরও কঠিন পদক্ষেপ এর মাধ্যমে পরীক্ষা পরিচালনা হবে ।