Select Language

[gtranslate]
৩০শে পৌষ, ১৪৩১ মঙ্গলবার ( ১৪ই জানুয়ারি, ২০২৫ )

মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনা হচ্ছে কিনা তা খতিয়ে দেখল রামানুজ গঙ্গোপাধ্যায়।

মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে পূর্ব মেদিনীপুর জেলা এলেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।
শনিবার তিনি প্রথমে কোলাঘাট এর কেটিপিপি হাইস্কুল ও পরে পাঁশকুড়ার ঘোষপুর ও ব্র্যাডলি বার্ট হাইস্কুল এ পরীক্ষা খতিয়ে দেখতে যান।

পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানান,দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার মোট আটটি বিদ্যালয় পরিদর্শন করলাম।জেলা প্রশাসন যথেষ্ট সহযোগিতা এর মাধ্যমে পরীক্ষা পরিচালনা করেছেন। রাজ্য প্রশাসন যথেষ্ট সহযোগিতা করছেন।আমরা আশাবাদী এই জেলাগুলোতে পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনা হবে ।

শুক্রবার পরীক্ষার প্রশ্ন সোস্যাল মিডিয়া ছড়িয়ে পড়া নিয়ে পর্ষদ সভাপতি জানান, কিছু অসাধু ব্যক্তি রয়েছেন , যার সংখ্যা খুবই কম,তারাই এই ধরনের নেতিবাচক কাজগুলো করছেন ।আমরা চাইছি , পরবর্তী বছর আরও কঠিন পদক্ষেপ এর মাধ্যমে পরীক্ষা পরিচালনা হবে ‌‌।

Related News

Also Read