পূর্ব মেদিনীপুর জেলা পর্যটন শহর দিঘার একটি বেসরকারি হোটেল “ডলফিন” এ সোমবার রাতে খাবার খেয়ে অসুস্থ হয়েছেন ১৪ জন পর্যটক। এই ঘটনার অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে ব্লক স্বাস্থ্য দপ্তর ।
জানা যায় সোমবার একটি মেডিকেল কোম্পানীর কনফারেন্স ছিল।কনফারেন্সে যোগ দিতে আসেন রাজ্যের বিভিন্ন প্রান্তের প্রায় ৪৫ জন বিক্রয় প্রতিনিধি বা মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ। হাসপাতাল সূত্রে জানা যায় ওই টিমের মধ্যে ১৪ জন হোটেলের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে।তড়িঘড়ি তাদের দিঘা রাজ্য সাধারণ হাসপাতালে ভর্তি করা হয়।রাতেই ১২ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।বাকি দু’জনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। চিকিৎসকের অনুমান খাওয়ার থেকে কোন বিষক্রিয়ায় এই অসুস্থতা।এই ঘটনা কে ঘিরে রীতিমতো শোরগোল পড়ে যায় সৈকত শহরে। এই ঘটনায় নজর রাখছে ব্লক স্বাস্থ্য দপ্তর।






