পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের সাহাড়া গ্রাম পঞ্চায়েতের তেলামি সমবায় কৃষি উন্নয়ন সমিতির ফল ঘোষণার পরেই বিজেপি ও তৃণমূলকর্মীদের কথা কাটা কাটা থেকে ধস্তা ধস্তি লেগে যায়। সেই সময় দুই পক্ষের মধ্যে গন্ডগোল নিয়ন্ত্রণ করতে গিয়ে বিজেপির কর্মীদের আক্রমনে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তৃণমূলের অঞ্চল সভাপতি স্বপন সিংহ। তৃণমূলের অভিযোগ বিজেপি কর্মীরা পরাজয় সহ্য করতে না পেরে অঞ্চল সভাপতির আক্রমণ চালায়।
তবে এই বিষয়ে বিজেপির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যদিও এই নির্বাচনে ৯ টি আসনের মধ্যে ৬ টি আসনে তৃণমূল জয় লাভ করে। বিজেপি পায় ২টি। মাইকে ফল ঘোষণার পরেই দুই দলের কর্মীদের মধ্যে তুমুল বচসা বাঁধে। সেই ঘটনায় অসুস্থ হয়ে পরে অঞ্চল তৃণমূলের সভাপতি।
Post Views: 13