রাজ্যের গুরুত্বপূর্ণ একাধিক নেতা- মন্ত্রী গ্রেফতার হয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থার হাতে। চোর ধরো জেলে ভরো শ্লোগানকে সামনে রেখে পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলি।
তার মধ্যেই রাজ্যের শাসক দল তৃনমূলের কলকাতায় সিজিও কমপ্লেক্স ঘেরাও কর্মসূচির প্রতিবাদে পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের বালিঘাই সিপিআইএমের এরিয়া কমিটির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় ।
জানা গেছে একই কারনে রাজ্যের বিভিন্ন প্রান্তে মিটিং-মিছিল করছে সিপিআইএমের নেতা-কর্মীরা।
শুক্রবার বালিঘাইতে সিপি আইএমের পার্টি অফিস থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে স্থানীয় বাজার পরিক্রমা করে বালিঘাই বাস স্ট্যান্ডে এসে শেষ হয়।
সেখানে উপস্থিত হয়েছিলেন সিপিআইএমের এরিয়া সম্পাদক সুদীপ্ত মাইতি, এরিয়া সদস্য প্রদ্যুৎ মাইতি, দীপক জানা, নাসের হোসেন বেগ, হরেশ মাইতি, জ্যোতি সামন্ত, কমল পাল, চন্দন পয়ড়া, মালেক হোসেন, অম্বিকেশ কর, মানস আচার্য প্রমুখ।
এই মিছিলে সিপিআইএমের নেতা কর্মীরা জানান, রাজ্যের দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে মানুষকে সচেতন করতে তাঁরা এই কর্মসূচী গ্রহন করেছেন।